Game

2 hours ago

Copa del Rey: কোপা দেল রে, ঘাম ঝরিয়ে জয় পেল বার্সিলোনা,গেল শেষ ষোলোয়

Rashford Seals Barcelona Win Over Guadalajara
Rashford Seals Barcelona Win Over Guadalajara

 

বার্সিলোনা, ১৭ ডিসেম্বর : কোপা দেল রে'তে তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারার মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। আর জয়ের ধারা ধরে রেখে শেষ ষোলোয় পৌঁছে গেল হান্সি ফ্লিকের দল। ফেররান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান বার্সিলোনা কোচ। আর তাতেই টের পেল বার্সা কোচ। পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল পাচ্ছিল না। শেষ পর্যন্ত বার্সিলোনা গোলের দেখা পায় ৭৬ মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেডে গোলটি করেন ডেনমার্কের সেন্টার-ব্যাক ক্রিস্টেনসেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু ধরে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। পরের ম্যাচ বার্সিলোনা খেলবে আগামী রবিবার, লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি।

You might also like!