Game

10 hours ago

IPL Auction 2026: মঙ্গলবার আবুধাবিতে আইপিএল ইভেন্টের নিলামকারী কে

Mallika Sagar
Mallika Sagar

 

আবুধাবি, ১৬ ডিসেম্বর: মঙ্গলবার আবুধাবির ইতিহাদ এরিনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ মরসুমের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে দুপুর ২:৩০ মিনিটে। মঙ্গলবার নিলামকারী হবেন মল্লিকা সাগর। তিনি গত মাসেও মহিলা প্রিমিয়ার লিগ ২০২৬ নিলাম পরিচালনা করেছিলেন।

২০২৩ সালে, সাগর ইতিহাস তৈরি করেন যখন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিলামকারী হিসেবে কাজ করা প্রথম মহিলা হয়েছিলেন, দুবাইতে মিনি-নিলাম পরিচালনা করেছিলেন। এরপর ২০২৪ সালের নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় আইপিএল ২০২৫ মেগা নিলাম পরিচালনা করে তিনি এর ধারাবাহিকতা বজায় রাখেন। মল্লিকা সাগরের ক্রীড়া নিলামে যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে, সেবার তিনি প্রো কাবাডি লিগের প্রথম মহিলা নিলামকারী হয়েছিলেন। আর ক্রিকেটে সাফল্যের মুহূর্তটি এসেছিল ২০২৩ সালে মহিলা প্রিমিয়ার লিগের নিলামের সময়।

এই মল্লিকা সাগর কে? তিনি মুম্বইয়ের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে। সাগর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাইন মাওর কলেজে শিল্প ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। ২০০১ সালে নিউ ইয়র্কের ক্রিস্টি'স-এ তার পেশাগত কর্মজীবন শুরু হয়, যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নিলাম ঘর। এরপর তিনি ক্রিস্টির আন্তর্জাতিক শিল্প ও বিলাসবহুল ব্যবসায় কাজ শুরু করেন। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানে এই ধরণের পদে অধিষ্ঠিত প্রথম ভারতীয় মহিলা নিলামকারী হন। পরে তিনি মুম্বইয়ের পুন্ডোল'স আর্ট গ্যালারিতে তার কাজ শুরু করেন।

You might also like!