Entertainment

11 hours ago

Kareena Kapoor: আর্জেন্তিনীয় কিংবদন্তির ভারত সফরের ভিডিও দেখে উচ্ছ্বাসে ভাসলেন বেবো,তৈমুরের স্বপ্নপূরণে করিনা কাপুরের কৃতজ্ঞতা

Instagram/Lionel Messi
Instagram/Lionel Messi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালেই লিওনেল মেসি তার আর্জেন্টিনা সফরের ‘গোট ট্যুর’ শেষ করে আবেগঘন ভিডিওবার্তা শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে। আর সেই পোস্টেই নজর কেড়েছে করিনা কাপুরের ছবি। মুহূর্তটি দেখে আনন্দে আত্মহারা বেবো। তবে শুধু মজা বা সৌভাগ্য নয়, নেপথ্যের কৃতজ্ঞতাও প্রকাশ করতে ভোলেননি করিনা।  

করিনা আগে থেকেই জানিয়েছিলেন, বড় ছেলে তৈমুর আলি খান লিওনেল মেসির চরম ভক্ত। অতঃপর রবিবার ওয়াংখেড়ের মাঠে ‘ফুটবলের রাজপুত্র’র সঙ্গে দুই সন্তানকে দেখা করানোর সুযোগ হাতছাড়া করেননি বেবো। ওয়াংখেড়ের মাঠ থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেসিকে সামনে পেয়ে তৈমুরের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। হাজার হোক নবাবপুত্রের স্বপ্নের নায়ক তিনি। আর তৈমুরের শখপূরণের জন্যই এদিন শশব্যস্ত শিডিউল সরিয়ে ওয়াংখেড়ের মাঠে মেসির সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন বেবো। কিন্তু সাক্ষাৎ সারতে গিয়ে যে আর্জেন্তিনীয় কিংবদন্তির ভারত সফরের ভিডিওয় ঠাঁই পাবেন, তেমনটা বোধহয় ভাবেননি করিনা! কিন্তু মেসির পোস্ট করা এই ভিডিও দেখে রীতিমতো আনন্দে আত্মহারা করিনা। জন্মের পর থেকেই নবাবপুত্র ফুটবলপ্রেমী, আর এই সাক্ষাৎ তার জন্য ছিল স্বপ্নসদৃশ। কিংবদন্তি ফুটবলারের পোস্ট করা ভিডিও শেয়ার করে বড়ছেলের উদ্দেশে তিনি লিখেছেন, “তৈমুর এটা তোমার জন্যই সম্ভব হল।”

মেসির মায়ানগরীর অনুষ্ঠানে করিনা ছাড়াও উপস্থিত ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ, শিল্পা শেট্টি, গীতা বসরা এবং আরও অনেকে। তবে মেসির ভিডিওতে শুধুমাত্র নবাবপুত্রের স্থান পেয়েছে, যা করিনার আনন্দকে দ্বিগুণ করেছে। এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, “তৈমুর মুম্বই ছেড়ে আর্জেন্টিনা চলে যেতে চায়, কারণ সে ফুটবল খেলতে চায়। অভিনেতা হতে চায় না। সে চায় মেসির মতো ভালো খেলোয়াড় হতে।” ওয়াংখেড়ের মাঠে মেসির সঙ্গে সাক্ষাৎ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। করিনার জন্য তারকাপুত্রের আজীবন এই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে।

You might also like!