
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৫ সাল চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক গভীর শোকের বছর হয়ে থাকবে। এই বছরেই বলিউড হারিয়েছে তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ধর্মেন্দ্রকে। ২৪ নভেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুতে এখনও শোকস্তব্ধ পরিবার, সহকর্মী সহ অগণিত অনুরাগী। সেই শোক কাটতে না কাটতেই এবার তাঁর স্মৃতিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে চলচ্চিত্র মহলে।
ধর্মেন্দ্রর জনপ্রিয় ছবি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ফের মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। বলিউড সূত্র অনুযায়ী, এই পুনর্মুক্তির মাধ্যমে প্রয়াত অভিনেতার দীর্ঘ ও বর্ণময় চলচ্চিত্রজীবনের প্রতি শ্রদ্ধা জানানো হবে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি তৎকালীন সময়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিল এবং দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই পারিবারিক বিনোদনমূলক ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছিলেন তাঁর দুই পুত্র সানি দেওল ও ববি দেওল। হাসি, আবেগ ও পারিবারিক সম্পর্কের মেলবন্ধনে তৈরি এই ছবি টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মেও সমানভাবে প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছিলেন সমীর কৌশিক এবং মুক্তির বছর এটি ছিল উল্লেখযোগ্য হিট সিনেমাগুলির মধ্যে অন্যতম।

প্রথমে জানা গিয়েছিল, ছবিটি ১৯ ডিসেম্বর পুনরায় মুক্তি পাবে। তবে সমসাময়িক বড় বাজেটের ছবি ধুরন্ধরের চাপের কারণে মুক্তির দিন বদলের ভাবনা চলছে। এখন শোনা যাচ্ছে, নতুন করে ২০২৬ সালের ১ জানুয়ারিকে লক্ষ্য করে পরিকল্পনা করা হচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষিত হয়নি। ধর্মেন্দ্রর শেষ কাজ ছিল ছবি ‘টোয়েন্টি-ওয়ান’। দুর্ভাগ্যজনকভাবে, সেই ছবি মুক্তির আগেই তিনি প্রয়াত হন। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির, যেখানে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা ও সীমর ভাটিয়া। একদিকে শোক, অন্যদিকে স্মৃতিচারণ—এই দুই অনুভূতির মাঝেই ধর্মেন্দ্রকে নতুন করে বড় পর্দায় ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
