Festival and celebrations

2 years ago

Nadia Durga Ashram:নদিয়ার ধুবুলিয়ার দুর্গা আশ্রমে ঢুঁ মারতে পারেন এই পুজোয়

Durga pujo 2023
Durga pujo 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নদিয়ার ধুবুলিয়ার চৌগাছা হাঁসাডাঙ্গা এলাকায় গড়ে ওঠা মা দূর্গা আশ্রমে দেবীর নিত্য পুজা হয়। জলঙ্গি নদীর পাশে গড়ে ওঠা এই আশ্রমে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকেন। গাছ গাছালি ঘেরা এই আশ্রম একেবারে কোলাহল মুক্ত। প্রাঙ্গনে ঘুরতে আসা দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরের এক ধারে রয়েছে নিরামিষ রেস্টুরেন্ট। যেখানে সারা বছরই রকমারি নিরামিষ খাবারের সম্ভার লক্ষ্য করা যায়।

৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা এই আশ্রমে দুর্গাপুজোর সময়েও ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। বর্তমানে আরও প্রাকৃতিক শোভায় সেজে উঠেছে আশ্রমটি। চারিপাশে ফুটে রয়েছে অজস্র কাশফুল। দুর্গোৎসবের ক'দিন দেবী দুর্গার মূর্তি মন্দিরের বাইরে নিয়ে এসে আরাধনা করা হবে। যা নিয়ে বেশ উৎসাহিত মন্দির কর্তৃপক্ষ।


You might also like!