Breaking News
 
Partha Chatterjee Bail: পার্থ চট্টোপাধ্যায়ের জেলযাত্রার ইতি? ইডি ও সিবিআই মামলায় শীর্ষ আদালতের জামিনের নির্দেশ! Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট!

 

Festival and celebrations

1 year ago

Saraswati Puja: কদিন বাদেই বাগদেবীর আরাধনা! পুজোয় কেন অপরিহার্য পলাশ?

Goddess Saraswati (File Picture)
Goddess Saraswati (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১৪ ফেব্রুয়ারী এ বছরের সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লপক্ষে বিদ্যাদায়িনীর আরাধনায় মেতে উঠবেন আপামর বাঙালি। শ্বেতশুভ্রার আরাধনায় এক উপাদান বহু যুগ ধরে ব্যাবহার করা হচ্ছে। যার মধ্যে অন্যতম একটি হল পলাশ ফুল। 

এই ফুল  অনেক জায়গায় তেসু নামেও পরিচিত। পলাশ ফুলের ঔষধি গুণ রয়েছে প্রচুর পরিমাণে। পলাশ গাছের ফুল, বীজ এবং শিকড় থেকে ওষুধ তৈরি করা হয়। এবং পৌরাণিক কাল থেকেই আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। পলাশ ফুল, সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপচার। তবে একথা কারোও অজানা নয় যে ঋতুমতী নারীরাই একমাত্র গর্ভধারণে সমর্থ। আর পলাশ ফুল হয় রক্তবর্ণ। ঋতুমতীর রজোদর্শনের রংয়ের মতন। সেজন্য কথিত রয়েছে, ঋতুমতীর প্রতীক হিসেবে শ্বেতশুভ্রা দেবী হয়ে উঠেছেন ‘‌পলাশ প্রিয়া’‌। তবে একটা কথা জেনে রাখা ভাল, পলাশ পাতা আজও বন্ধ্যাত্ব দূর করতে ব্যবহৃত হয়ে থাকে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো লাল মাটি অধ্যুষিত অঞ্চলে পুত্রসন্তান লাভের জন্যে মহিলারা পলাশপাতা বেটে খেয়ে থাকেন। 

You might also like!