Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Festival and celebrations

1 year ago

BuddhaPurnima Vastu Tips 2024: আগামীকাল বুদ্ধপূর্ণিমা, সন্ধ্যায় করুন এই বিশেষ কাজ! অভাব ঘুচবে চিরতরে

Gautam Buddha (File Picture)
Gautam Buddha (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবছর বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের বদলে পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। আগামীকাল অর্থাৎ ২৩ মে পালিত হবে এবছরের বুদ্ধ পূর্ণিমা। এই তিথি পালনের কিছু নিয়ম রয়েছে, যা পালন করলে জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব চিরতরে ঘুচে যায়।

কি সেই নিয়ম? আসুন জেনে নেওয়া যাকঃ

এই তিথিতে পায়েস তৈরি করে বাড়ির আরাধ্য দেবতাকে নিবেদন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই সন্ধ্যায় চন্দ্র দেবকে অর্ঘ্য নিবেদন করুন। পুণ্যসঞ্চয়ের জন্য বাড়িতে আয়োজন করতে পারেন সত্যনারায়ণের পুজোরও৷ এই তিথিতে জলপূর্ণ কলস ও খাবার দান করা অত্যন্ত শুভ৷ এই তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লালপদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত সুপ্রসন্ন হন৷ শুভ তিথির সন্ধ্যায় তুলসিমঞ্চে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ শুভ তিথিতে লক্ষ্মীনারায়ণ এবং অশ্বত্থগাছের পুজো করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ একটি নারকেল মা লক্ষ্মীকে নিবেদন করার পর রাখুন আপনার আলমারিতে টাকা রাখার জায়গায়৷ তাহলে আপনার কোনওদিন অর্থের অভাব হবে না৷ দেবী লক্ষ্মীকে নিবেদন করা কড়ি বা সুপারি বা হরিতকি পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে মুড়ে তুলসিতলার মাটিতে পুঁতে রাখুন৷ তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ সমৃদ্ধি৷


You might also like!