Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Festival and celebrations

1 year ago

Hand Painted Saree: পয়লা বৈশাখের বাজার কাঁপাচ্ছে এই শাড়ি! কোনটি জানুন

Hand Painted Saree (File Picture)
Hand Painted Saree (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চৈত্র সেলের বাজারে হরেক রকমের শাড়ির রমরমা। জনপ্রিয় সব মার্কেটে ছেয়ে গিয়েছে নানা দামের শাড়ি। জামদানি থেকে ছাপা শাড়ি, লিনেন থেকে সুতি…চারদিকে রয়েছে ছড়িয়ে। আর বঙ্গনারীদের মনে পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে। তবে এত সুন্দর শাড়ির সম্ভারেও আলাদা করে নজর কাড়ছে এক বিশেষ ধরনের শাড়ি। এটির দাম সামান্য বেশি হলেও বঙ্গ তনয়ারা নিজের কালেকশনে রাখতে চাইছেন এমন শাড়িকে। আপনি কি সেই শাড়ির কথা শুনেছেন?


হাতের কাজের কদর বেশি

বাঙালি মহিলারা যে বরাবরই পোশাকের উপরে হাতের কারুকার্যকে বেশি গুরুত্ব দেন, সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই তো হ্যান্ড এমব্রয়ডারি এবং হ্যান্ড ব্লক প্রিন্টের কালেকশন থাকে প্রত্যেকের কাছেই। কিন্তু হাতে আঁকা শাড়িও যে ইতিমধ্য়ে বং ডিভাদের মন জিতে নিয়েছে, তা কি আপনি জানেন? তাই তো পয়লা বৈশাখের ফ্যাশনেও এবার এই ধরনের শাড়ির চাহিদা তুঙ্গে!

নববর্ষের কালেকশনে মাস্ট

সুতির কাপড়ের উপরেও যেমন অপূর্ব ছবি আঁকেন শিল্পীরা, তেমনই মসলিন কিংবা অন্য়ান্য় সিল্কের ক্যানভাসেও ফুটে ওঠে তাঁদের মুনশিয়ানা। আর বাঙালিদের কাছে এমন শাড়ির কদর যে রয়েছেই, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই এবার নববর্ষে এমন শাড়ি আপনার কালেকশনে রাখা চাই-ই!


বাংলার পটচিত্র শিল্পীরা এমন সুন্দর কাজ করে থাকেন। তাঁদের তুলির ছোঁয়ায় শাড়িটি হয়ে ওঠে অনবদ্য। সেখানে গুরুত্ব পায় প্রকৃতির নানা ছবি, কখনও উঠে আসে পৌরাণিক গল্প কথা। আর প্রাকৃতিক রং ব্যবহার করেই যদি শাড়ির উপরে আঁকা হয়, তাহলে তো কথাই নেই। সেই শাড়ির সৌন্দর্য তখন প্রত্যেকেরই মন ছুঁয়ে যায়।


তবে এমন আঁকার পাশাপাশি বর্তমান সময়ে নানা আধুনিক ছবিও ফুটে উঠছে শাড়ির আঁচলে।

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে অনন্য সব ডিজাইন।

স্টাইলিংয়ে করুন বাজিমাত

হ্যান্ড পেন্টেড শাড়ি আপনি এই পয়লা বৈশাখে পরতেই পারেন। তবে তার সঙ্গে মানানসই ব্লাউজ এবং গয়নাও পরতে হবে। খেয়াল রাখবেন, আপনার ব্লাউজ এবং গয়না যেন কোনওভাবেই শাড়ির সৌন্দর্যকে ঢেকে না দেয়।

যত্নও নিতে হবে

অন্যান্য় শাড়ির থেকে হাতে আঁকা শাড়ির আরও বেশি যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে। আর সেই কথাটি কিন্তু ভুললে চলবে না। তাই একদম সঠিক নিয়ম মেনে যত্ন নিতে হবে, তাহলে বছরের পর বছর নতুনের মতো থাকবে শাড়িটি।

হ্যান্ড পেন্টেড শাড়ি বাড়িতে গরম জল বা কড়া ডিটারডেন্ট দিয়ে ধোবেন না। তাছাড়া এটি সরাসরি রোদেও দেবেন না। ইস্ত্রি করার সময়েও সতর্ক থাকবেন। এই শাড়ির উপরে সুতির কাপড় বিছিয়ে নিয়েই একমাত্র আয়রন করবেন।

You might also like!