Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Festival and celebrations

1 year ago

Maa Sarada Birthday:মায়ের জন্মতিথি উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন

Maa Sarada Birthday
Maa Sarada Birthday

 

কলকাতা, ৩ জানুয়ারি  : বুধবার মায়ের জন্মতিথি উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়িতে দিনভর হয় নানা অনুষ্ঠান। আয়োজন হয় মঙ্গলারতি, স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো, হোম।

এদিন ভোর থেকে বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে মায়ের বাড়িতে শুরু হয় মা সারদার জন্মতিথি উদযাপন। মাতৃমন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা করেন ভক্ত সন্যাসীরা। এরপর বেদমন্ত্র পাঠ, স্তবগান ও মা এর বিশেষ পুজো হয়।

পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান।

১৮৯৮ সালের ১৭ মার্চ প্রথমবার সারদা মায়ের সঙ্গে সাক্ষাত্‍ করেন নিবেদিতা। বাগবাজারের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর বুক দুরদুর করছিল বলে নিজের স্মৃতিকথায় পরবর্তীকালে জানিয়েছেন নিবেদিতা। তবে মায়ের হাসিমুখ ও সহজ সরল ব্যবহার তাঁর মনের সব আশঙ্কা দূর করে দেয়।

নিবেদিতা ছাড়াও সেদিন সারদা মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিবেকানন্দের আরও দুই বিদেশিনী শিষ্যা সারা বুল ও জোসেফিন ম্যাকলয়েড। এঁদের সঙ্গেই সেদিন একসঙ্গে বসে ফল মিষ্টি খেয়েছিলেন সারদা দেবী। ইউরোপীয় ও আমেরিকায় মহিলাদের সঙ্গে একসঙ্গে বসে সারদা মায়ের খাবার খাওয়া নিয়ে পরবর্তীকালে রামকৃষ্ণানন্দকে চিঠি লিখে মনের আনন্দ ও বিষ্ময় প্রকাশ করেছেন স্বামী বিবেকানন্দ।


You might also like!