Entertainment

2 months ago

Rukmini Maitra and Dev: দেবের সঙ্গে কবে বিয়ে? বিয়ের তারিখ নিয়ে মুখ খুললেন রুক্মিণী, বললেন সেই 'বিশেষ দিন'-এর কথা

Rukmini Maitra and Dev
Rukmini Maitra and Dev

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দেব এবং রুক্মিণী মৈত্রর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার বিরাম নেই। বিশেষ করে তাঁদের বিবাহের বিষয়টি বারবার সংবাদের শিরোনামে আসে। তাঁরা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং একসঙ্গে অনেকগুলি চলচ্চিত্রেও কাজ করেছেন। দেবের বাড়ির যেকোনো অনুষ্ঠান হোক কিংবা তাঁর ছবির প্রিমিয়ার—সর্বত্রই নায়িকাকে উপস্থিত থাকতে দেখা যায়। তেমনি এর উল্টো চিত্রও দেখা যায়। দুই পরিবারের সদস্যরাও তাঁদের দু'জনকে স্নেহ করেন। কিন্তু কবে তাঁরা বিয়ে করবেন? এই নিয়ে ভক্তদের জিজ্ঞাসার শেষ নেই। এই প্রসঙ্গে দেব-রুক্মিণী বিভিন্ন সময়ে মুখ খুললেও, অনুরাগীদের মাধ্যমে এই প্রশ্নটি বারবার ফিরে আসে।

সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক অনুরাগী রুক্মিণীকে এই প্রশ্ন করেন। এই প্রশ্ন শুনে নায়িকা জবাব দেন, ‘যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে। কিন্তু বলা যায় না বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে (এই কথা বলেই জিভ কাটেন নায়িকা)।’

 ২০২৪ সালে এক সময় গুগল সার্চ করে অনুরাগীরা চমকে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল দেব নাকি বিবাহিত! ২০২১-এর ৬ মে নাকি তিনি রুক্মিণী মৈত্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এমনকী সেখানে লেখা ছিল, তাঁদের নাকি এক সন্তানও রয়েছে।এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, ‘তিনি কি টলিউডের সলমন খান? ভাইজানের মতো তিনিও কি সারা জীবন একাই জীবন কাটাবেন বলে মনে করছেন?’ উত্তরে দেব যা বললেন তা কিন্তু চমকে দেওয়ার মতো।

দেব বলেন, ‘আমি কোনও খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গল ব্যাচেলার লাইফ লিড করব।’রুক্মিণীকে বিয়ে নিয়ে দেব বলেন, ‘বিয়ে হল ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শীঘ্রই সবাই জানতে পারবে।’

You might also like!