Entertainment

5 hours ago

Saba Azad:হৃতিক প্রেমিকা নিয়ে সমালোচনার পাল্টা, সাবা মুখ খুললেন

Saba opens up in response to criticism about Hrithik's girlfriend
Saba opens up in response to criticism about Hrithik's girlfriend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:গত কয়েক বছরে বলিউড-টলিউড জগতে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিনেতা হৃতিক রোশন ও গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবা আজ়াদ। হৃতিকের সঙ্গে সম্পর্কের খবর রাতারাতি সাবাকে প্রচারের আলোয় নিয়ে আসে। ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করা সাবা, যিনি সফদর হাশমীর ভাইঝি, তবু হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য ব্যক্তিগত ও পেশাগত কিছু ক্ষতি সইতে হয়েছে। ছোটখাটো কাজ থেকে বঞ্চিত হয়েছেন তিনি। অনেকে প্রশ্ন তুলেছেন, ‘হৃতিকের প্রেমিকার কাজ করার কী দরকার?’ এই সমস্ত সমালোচনার মধ্যেই এবার জবাব দিলেন সাবা নিজেই।

হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে থেকেই, প্রায় এক দশক ধরে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেন সাবা। একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন তিনি। এ ছাড়া, সঙ্গীতশিল্পী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন। যদিও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াতেই কমেছে কাজ। এর কারণ হিসাবে, সাবা দায়ী করেছেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তাঁর আর কাজের প্রয়োজন নেই! এই কথা শুনেই গর্জে উঠেছেন সাবা।

মাঝে নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারেও সাবা বলেন, “গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া মিটিয়েছি, অন্ন সংস্থান করেছি, এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে। কোনও খ্যাতনামী মানুষের অথবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তাঁর নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই, এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা!’’

You might also like!