দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার থেকে অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের গান নেটপাড়ায় ঝড় তুলেছে। গানের কথা থেকে শুরু করে ‘নরেন্দ্র মোদীর পেনশন-টেনশন’, হিন্দু রাষ্ট্র, আচ্ছে দিন এবং বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’-এর মতো বিষয়গুলো যেভাবে অভিনেতা-পরিচালক অনির্বাণ তার গানের মাধ্যমে তুলে ধরেছেন, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। তার এই রাজনৈতিক স্যাটায়ারমূলক গানটির প্রশংসা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বামনেতা শতরূপ ঘোষ। তবে, অনির্বাণের এই গানের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছেন রুদ্রনীল ঘোষ। তিনি অনির্বাণ এবং তার ব্যান্ড ‘হুলিগানিজম’-এর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
রাজনীতির বহুলচর্চিত বিষয়গুলিকে নিয়ে সহকর্মী অনির্বাণ ভট্টাচার্য হাস্যরসের মোড়কে যে গান বেঁধেছেন, সেটা নিয়ে রুদ্রনীল ঘোষের কোনও আপত্তি নেই! তবে পদ্ম শিবিরের নেতা-অভিনেতার রাগ মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্ম নিয়ে অনির্বাণের ‘হুলিগানইজম’-এ। ক্ষোভে ফুঁসে রুদ্রনীল এক দীর্ঘ পোস্ট করেছেন। প্রশ্ন তুলেছেন, ‘বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন- ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। আসেনি তো এখনো? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাব!” ভাই,অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যক্তিও জানেন, সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্যা। তারপর বাকি ধর্মগুলির জন্ম। আর আপনি বললেন, ‘সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!’ আপনি সজ্ঞানে বললেন এই কথা?’
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তার গানের মাধ্যমে সনাতন ধর্মকে ‘হুলিগানিজম’ বলে অভিহিত করায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রুদ্রনীল ঘোষ। নিজের মন্তব্যে রুদ্রনীল বলেন, "অন্য কোনও ধর্ম সম্পর্কে এই ধরনের কথা বললে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন, তা আপনি নিশ্চয়ই জানেন! এটা দুর্ভাগ্যের বিষয় যে আপনার কাজ কেড়ে নেওয়া হয়েছে, তাই গান গেয়ে পেট চালাতে হচ্ছে।" রুদ্রনীল আরও বলেন, "যে ‘হুলিগানরা’ আপনার কাজ কাড়ল, আরজিকর হাসপাতালে ডাক্তারদের মারধর, অথবা শিক্ষক পেটানো বা শিক্ষা দুর্নীতি নিয়ে আপনি চুপ। অথচ নিজের ধর্মকে ছোট করছেন! কাকে খুশি করতে? ভাই অনির্বাণ, যদি অজ্ঞানতাবশত এমন মন্তব্য করে থাকেন, তাহলে বলুন। দেখবেন সমস্ত সনাতনীরা দল, মত, জীবিকা ভুলে আপনাকে ক্ষমা করে দেবেন। আর যদি জেনেবুঝে এই ধরনের মন্তব্য করেন, তাহলে ক্ষমা চেয়ে নিন।" তিনি আরও বলেন, "সনাতন ধর্ম আদি ও অনন্ত। আপনি আর আমি দুনিয়ায় থাকি বা না থাকি, সনাতন ও সনাতনীরা ছিল, আছে এবং থাকবে।" রুদ্রনীলের এই মন্তব্যের পর অনেকেই তাকে কটাক্ষ করে বলেছেন যে, অনির্বাণের গানে 'তিন ঘোষ'-এর মধ্যে তার নাম না থাকায় তিনি এমন ক্ষুব্ধ হয়েছেন। তবে এই বিষয়ে অনির্বাণ ভট্টাচার্য এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।