দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার অভিনয় জীবনের প্রথম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ জিতে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে উৎসর্গ করলেন অভিষেক বচ্চন। ‘ব্ল্যাক লেডি’ হাতে মঞ্চে দাঁড়িয়ে চোখে জল ধরে আবেগমাখা কণ্ঠে স্ত্রী ও কন্যাকে ধন্যবাদ জানাতে দেখা যায় জুনিয়র বচ্চনকে। চলতি বছরে বচ্চন পরিবারে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার এসেছে। দর্শকদের বিপুল ভালোবাসায় আপ্লুত হয়ে ধন্যবাদ জানান অমিতাভ বচ্চনও। তবে চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ঐশ্বর্য রাই বচ্চনের একটি পোস্ট ভাইরাল হয়। কিন্তু সেই পোস্টে অভিষেকের সাফল্য নিয়ে ‘টু’ শব্দটি করেননি বচ্চনবধূ!
এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবে ২০২৫ সালের প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়ার জন্য বিশ্বসুন্দরী এই মুহূর্তে বিদেশে রয়েছেন। সেখান থেকেই মনীশ মালহোত্রার ডিজাইন করা কালো শেরওয়ানি পোশাকে ধরা দিয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে পোশাকশিল্পীকে শুধু ধন্যবাদ জানিয়েছেন মাত্র! এদিকে অভিষেক বচ্চনের আবেগমাখা বক্তৃতার পর অনেকেই আশা করেছিলেন, এই বুঝি বচ্চনদের বউমা মান-অভিমান মিটিয়ে স্বামীর উদ্দেশে আদুরে পোস্ট করবেন। কিন্তু হা হতোস্মি! ঐশ্বর্যর পোস্টে অভিষেককে নিয়ে একটি শব্দও নেই। যা দেখে আক্ষেপ প্রকাশ করেছেন অনুরাগীরাও। এবার ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। উল্লেখ্য, এই বছরই তাঁর বলিউডে পা রাখার ২৫ বছর পূর্তি হল। আর আড়াই দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে ‘ব্ল্যাক লেডি’ পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিষেক। পুরস্কার হাতে আবেগবিহ্বল কণ্ঠে তাঁকে বলতে শোনা যায়, “ঐশ্বর্য আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।” তবে জুনিয়র বচ্চন স্ত্রীর অনুপস্থিতি অনুভব করে তাঁকে স্মরণ করলেও স্বামীকে নিয়ে একটি শব্দও খরচ করতে দেখা গেল না ঐশ্বর্যকে! তবে নজর কাড়ল তাঁর পোশাকে লেখা উক্তি। যেখানে উল্লেখ- ‘নিজের মূল্য বোঝো।’ তাহলে কি পরোক্ষভাবে সম্পর্কের কথাই বোঝাতে চাইলেন অভিনেত্রী? প্রশ্ন কৌতূহলীদের।
প্রসঙ্গত, এদিনের ফিল্মফেয়ার অনুষ্ঠানে অভিষেক এবং জয়া বচ্চন উপস্থিত ছিলেন, তবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং-এর কারণে অনুপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। তবুও ছেলের সাফল্যে তাকে প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি বিগ বি। এছাড়াও, এদিন প্রথমে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মা জয়া বচ্চনের সঙ্গে নাচতে দেখা গেছে অভিষেককে।