Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Country

4 days ago

Prashant Kishor: ভাষণ ফিকে, বিরিয়ানির ঝলক! জনতার নজর শুধু পাতেই

Bihar Election 2025
Bihar Election 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজনীতি, শাসক-বিরোধী দ্বন্দ্ব চলবে চিরকাল। কিন্তু ফ্রিতে মটন বিরিয়ানি! এমন সুযোগ তো রোজ পাওয়া যায় না। তাই মঞ্চে বক্তৃতার প্রতি তেমন আগ্রহ না থাকলেও, বিনামূল্যের বিরিয়ানির খবর ছড়াতেই ভিড় উপচে পড়ে জনসভায়। একপ্রকার লুঠের পরিস্থিতি তৈরি হয়। পুরো এলাকা জুড়ে নেমে আসে বিশৃঙ্খলা। মটন বিরিয়ানি সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ভাষণের বদলে জনতার মাথায় উঠে যায় শুধু বিরিয়ানির থালা!

মঙ্গলবার বিহারের কিষানগঞ্জে ছিল জনসূরজ পার্টির জনসভা। যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের প্রতিষ্ঠাতা খোদ প্রশান্ত কিশোর। তবে সভা চলাকালীন খুব একটা ভিড় দেখা যায়নি সেখানে। কার্যত ফাঁকা মাঠে কোনওমতে জনসভা শেষ করেন জনসূরজ পার্টির নেতৃত্বরা। এর ঠিক পরই দেখা যায় ভিন্ন ছবি, সভাস্থল থেকে কিছুটা দূরে খাবারের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। কাতারে কাতারে মানুষ বিরিয়ানি খেতে উপস্থিত হন সেখানে। খাবার বিলি করতে কার্যত হিমশিম খেতে কর্মীদের। মুহূর্তে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি।মটন বিরিয়ানি খেতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় সেখানে। পাঁচিলের উপর উঠে পড়েন এলাকাবাসীরা। শুরু হয় মারামাতি-হাতাহাতি। ঠাসাঠাসি ভিড়ে মুহূর্তে বেলাগাম হয়ে ওঠে পরিস্থিতি। ভিড় সামাল দিতে গেটে তালা দেওয়া হলে পাঁচিল টপকে সেখানে ঢুকে পড়েন মানুষজন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিরিয়ানি বিলির জায়গায় বিরাট ভিড় জমেছে। বহু লোকজন দাঁড়িয়ে রয়েছেন পাঁচিলের উপর। কেউ কেউ পাঁচিল টপকে ওপারে গিয়ে বিরিয়ানি নিয়ে আসছেন।

চলতি বছরের শেষে বিহারে রয়েছে বিধানসভা নির্বাচনে। এবারের নির্বাচনে বিহারে নতুন রাজনৈতিক দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টি। প্রশান্ত কিশোরের এই রাজনৈতিক দল বিহারের শাসকদল জেডিইউ, বিজেপির পাশাপাশি আরজেডিরও মাথা ব্যাথার কারণ। রাজ্যজুড়ে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছে তারা। এবার সেখানে দেখা গেল এই দৃশ্য।

You might also like!