Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Country

4 days ago

Congress Remembers Manmohan Singh: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ দিবসে স্মরণ কংগ্রেসের তরফে

Rahul Gandhi pays tribute to former PM Manmohan Singh
Rahul Gandhi pays tribute to former PM Manmohan Singh

 

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মনমোহন সিং অর্থনীতি এবং গণতন্ত্রের ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর দূরদর্শিতা, মানবিকতা দেশ সারাজীবন মনে রাখবে। দলের পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্বও।

লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী ২৪ আকবর রোডে মনমোহনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। রাহুল জানান, মনমোহন সিং-জির মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ভারতকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করেছিলেন। দেশের বঞ্চিত ও দরিদ্রদের জন্য তাঁর ঐতিহাসিক প্রচেষ্টা এবং সাহসী সিদ্ধান্ত বিশ্ব মঞ্চে ভারতকে নতুন পরিচয় দিয়েছে। তাঁর বিনয়, অধ্যবসায় এবং সততা আমাদের সকলের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।

কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মনমোহন সিং জি-র মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি এমন এক ব্যক্তিত্বের প্রতিমূর্তি, যিনি সমতায় বিশ্বাসী ছিলেন, যিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, সাহসী। যিনি দেশের প্রকৃত অগ্রগতির জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর সরলতা, সততা এবং জাতির প্রতি তাঁর নিষ্ঠা আমাদের সকলকে চিরকাল অনুপ্রাণিত করে যাবে।

You might also like!