
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসআইআর শুনানি পর্বে বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। দেশের ইতিহাস ও ঐতিহ্য বদলে দেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, বিজেপি পরিকল্পিতভাবে মহাত্মা গান্ধীর নাম মুছে দিতে চাইছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগা দীর্ঘদিন ধরেই মহাত্মা গান্ধীর নামে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক লোকসভা অধিবেশনে সেই প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে। কাজের দিন সংখ্যা ১০০ থেকে ১২৫ করা হলেও গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধীদের ক্ষোভ নতুন করে প্রকাশ পেয়েছে।
নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বলেন, “গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।” নাম না করে অমিত শাহকে নিশানা করেছেন তিনি। মমতার কথায়, “এইরকম হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী, দূরাচারী। তিনি কন্ট্রোল করছেন। তিনিই প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছেন।” গলার স্বর চড়িয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেন, “দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, তাহলে কী হবে বুঝুন।” বাংলার মানুষের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, “আর কত যাবে বাংলার সম্মান? বিশ্বকবি, বিদ্যাসাগর, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে? বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে?”
সভা থেকে বিজেপিকে বাংলায় রুখে দেওয়ার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতেই হবে। কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “আমি বিশ্বাস করি কর্মীরা পারবে। টাকার কোনও দাম নেই। জীবন দিয়ে যেটা সঞ্চয় করবেন, সেই কর্মের দাম থাকবে।”
