Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

4 days ago

Christmas Celebrations: বড়দিন উদযাপন ফুটবল ক্লাবগুলির

Manchester City celebrating Christmas
Manchester City celebrating Christmas

 

কলকাতা, ২৬ ডিসেম্বর  : বড়দিন উদযাপনে নানা আয়োজন ছিল ক্রীড়াঙ্গণে। ইউরোপের বিভিন্ন ক্লাবের ফুটবলাররা দলের সঙ্গেই উদযাপন করেন ক্রিসমাস। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানায় ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর খেলোয়াড়রা।

ম্যানচেস্টার সিটির ফুটবলাররা ক্লাবেই বড়দিন পালন করেন। আর্লিং হলান্ডরা ক্রিসমাস সেলিব্রেশনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। ক্লাবের পক্ষ থেকেও পুরো বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যানদের শুভেচ্ছা জানানো হয়। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও ছিল নানা আয়োজন। বড়দিন উপলক্ষ্যে রেড ডেভিলদের কোচ রুবেন আমোরিম এক ভিডিও বার্তা দিয়ে ক্লাবের সমর্থকদের উইশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে অ্যাস্টন ভিলা।

শুধু ইংলিশ ক্লাবগুলোই নয়, বড়দিনে নানা ধরনের কার্যক্রম ছিল স্প্যানিশ ক্লাবগুলোর ফুটবলারদেরও। বার্সা তারকা মার্কাস রাশফোর্ড চ্যারিটি ফাউন্ডেশনে গিয়ে শিশুদের উপহার দেন। তাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটান। পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া, শেজনিরা। সেসব ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

রিয়াল মাদ্রিদেও ছিল নানা আয়োজন। কোচ, ক্লাব প্রেসিডেন্ট শুভেচ্ছা জানান সমর্থকদের। ইউরোপের বাইরেও ছিল বড়দিনের আমেজ। ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে উইশ করে ইন্টার মায়ামি। সামাজিক মাধ্যমে পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সালাহ, এমিলিয়ানো মার্তিনেজরা।

You might also like!