Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Country

1 week ago

Amarnath Yatra 2025 Update:অমরনাথ যাত্রার জন্য রওনা সপ্তম দল, সুরক্ষা ব্যবস্থা নিয়ে খুশি পুণ্যার্থীরা

Amarnath Yatra 2025,
Amarnath Yatra 2025,

 

শ্রীনগর, ৯ জুলাই : পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে বুধবার অমরনাথ যাত্রার উদ্দেশ্যে তীর্থযাত্রীদের সপ্তম দল রওনা হয়েছে। ভক্তরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জম্মু ও কাশ্মীরের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। বুধবার ভোরে তীর্থযাত্রীরা ভগবান অমরনাথের পবিত্র গুহা মন্দিরের দিকে নিজেদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন।

ভোপালের একজন তীর্থযাত্রী দীপা নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, তিনি সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন। বলেন, “এখানকার পরিবেশ খুবই ইতিবাচক। আমি সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করব। সকলে সুস্থ থাকুক। এখানকার ব্যবস্থা খুবই ভালো।" এদিকে, বুধবার ভোরে উধমপুর জেলার চেনানির নরসু এলাকায় অমরনাথ যাত্রা কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় চালক আহত হন এবং আরও চারজন তীর্থযাত্রী অক্ষত থাকেন।


You might also like!