নয়াদিল্লি, ১ জুলাই : চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, চিকিৎসক দিবসে সকল পরিশ্রমী চিকিৎসকদের শুভেচ্ছা। আমাদের চিকিৎসকরা তাঁদের দক্ষতা এবং পরিশ্রমের একটি মাপকাঠি তৈরি করেছেন। তাঁদের সহানুভূতির মনোভাবও সমানভাবে উল্লেখযোগ্য। তাঁরা সত্যিই স্বাস্থ্যের রক্ষক এবং মানবতার স্তম্ভ। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে তাঁদের অবদান সত্যিই ব্যতিক্রমী।