নয়াদিল্লি, ১ জুলাই : প্রাক্তন উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি জানান, আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডুকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। বহু বছর ধরে ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে আমার একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। জনসেবা এবং অবহেলিতদের ক্ষমতায়নের প্রতি তাঁর প্রতিশ্রুতি অনুকরণীয়। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।