Country

11 hours ago

PM Modi :চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

PM Modi CA Day message,
PM Modi CA Day message,

 

নয়াদিল্লি, ১ জুলাই : চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবসে সকল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে সিএ-দের নির্ভুলতা এবং দক্ষতা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য।

তিনি জানান, সকল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সিএ দিবসের শুভেচ্ছা! তাঁদের নির্ভুলতা এবং দক্ষতা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। স্বচ্ছতার উপর জোর দিয়ে তাঁরা সুস্থ অর্থনীতিতে অবদান রাখেন। সফল কর্পোরেশনগুলিকে লালন-পালনেও তাঁদের ভূমিকা অসামান্য।

You might also like!