Country

11 hours ago

India economic position 2025 :অর্থনৈতিক কার্যক্রমে ভারতের অবস্থান

, India global economy rank
, India global economy rank

 

কলকাতা, ১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই সভা-সমাবেশে ভারতের প্রবৃদ্ধির দাবি করছেন। কিন্তু কোন ক্ষেত্রে কতটা প্রবৃদ্ধি হচ্ছে, আন্তর্জাতিক মানচিত্রে ভারতের অবস্থান ঠিক কীরকম, তার স্পষ্ট ধারণা আমজনতার নেই।

সার্বিকভাবে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর তালিকায় প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (৩০.৫১ ট্রিলিয়ন মার্কিন ডলার)। এর পর চিন (১৯.২৩ ট্রিলিয়ন মার্কিন ডলার)। ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ (৪.১৯ ট্রিলিয়ন মার্কিন ডলার)।

ইস্পাত উৎপাদনে চিনের (১০০৫.১ মিলিয়ন মেট্রিক টন) পরেই ভারত (১৪৪.৩ মিলিয়ন মেট্রিক টন)। তৃতীয় স্থানে জাপান (৮৪.০ মিলিয়ন মেট্রিক টন)।

বার্ষিক পাট উৎপাদনে প্রথম স্থানে ভারত (১.৯৬৮ মিলিয়ন টন)। এর পরের দুটি স্থানে বাংলাদেশ (১.৩৩ মিলিয়ন টন) এবং চিন (০.২৯ মিলিয়ন টন)।

বিমানযাত্রীর নিরিখে বিশ্বে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র (৬৬৬.১ মিলিয়ন)। এর পর চিন (৪৪০.৩ মিলিয়ন)। ভারত চতুর্থ স্থানে (৮৪ মিলিয়ন)।

রেলওয়ে নেটওয়ার্কে বিশ্বে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র (২,২০,৪৮০ কিমি)। এর পরেই চিন (১,৫০,০০০০ কিমি)। ভারত চতুর্থ স্থানে (৬৯০,০০০ কিমি)।

তিন চাকার গাড়ি তৈরিতে বিশ্বে প্রথম স্থানে ভারত (৭ লক্ষ ইউনিট)। দ্বিতীয় স্থানে চিন (৩ লক্ষ ইউনিট)।

♠সিমেন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে চিন (২.১ বিলিয়ন টন)। এর পর যথাক্রমে ভারত (৪১০ মিলিয়ন টন) ও ভিয়েতনাম (১১০ মিলিয়ন টন)।

কেন্দ্রীয় সরকারের একটি পরিষদ ইন্ডিয়া ব্রান্ড ইকুইটি ফাউণ্ডেশন (আইবিইএফ) এবং সমীক্ষা-সংস্থা ‘স্ট্যাটিস্টা’-র যৌথ সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে।

You might also like!