উধমপুর, ২৬ জুন : বৃহস্পতিবার সকালে উধমপুরের বসন্তগড় এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষর মধ্যে প্রচণ্ড গুলিবর্ষণ চলে। একজন শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালায় বাহিনী। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শেষ পাওয়া খবর, এখনও উভয়পক্ষর মধ্যে প্রচণ্ড গুলিবর্ষণ চলছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।