Country

1 day ago

Rain lashes Delhi: মুষলধারে বৃষ্টি দিল্লিতে, মনোরম হয়ে উঠল রাজধানীর আবহাওয়া

Heavy rain lashes Delhi
Heavy rain lashes Delhi

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : রাজধানী দিল্লিতে বৃষ্টি হয়েই চলেছে। বৃহস্পতিবার ভোররাত থেকেই মুষলধারে বৃষ্টিতে ভিজল দিল্লি। জোরালো বৃষ্টি সত্ত্বেও কোথাও এখনও পর্যন্ত জল জমে যাওয়ার খবর পাওয়া যায়নি। দিল্লির জোড় বাগ, কনৌট প্লেস, মিন্টো ব্রিজ, লাজপত নগর, জনপথ প্রভৃতি এলাকায় বৃহস্পতিবার সকালেও মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে রাজধানীর আবহাওয়া আরও মনোরম হয়ে উঠেছে। শুধুমাত্র দিল্লি নয়, বৃহস্পতিবার বৃষ্টিপাত হয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদেও। এতটাই বৃষ্টি হয়েছে যে গাজিয়াবাদের বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি ও উত্তর প্রদেশে আপাতত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।


You might also like!