Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Country

2 days ago

Garib Rath Express Fire: আজমেরে গরিব রথ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সমস্ত যাত্রী সুরক্ষিত

Fire breaks out in Garib Rath Express engine at Sendra Station
Fire breaks out in Garib Rath Express engine at Sendra Station

 

আজমের, ১৯ জুলাই : রাজস্থানের আজমেরে আগুন লাগল গরিব রথ এক্সপ্রেস ট্রেনের (১২২১৬) ইঞ্জিনে। শনিবার সেন্দ্রা স্টেশনে গরীব রথ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই পৌঁছে যান রেলের আধিকারিকরা, পৌঁছে যায় দমকলও। পরে দমকল বাহিনী আগুন নেভায়। সকল যাত্রী নিরাপদে আছেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মুম্বই-দিল্লি গরীব রথ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। ঘটনার সময় প্রায় ৫০০ যাত্রী ট্রেনে ছিলেন। সৌভাগ্যবশত, আগুন ইঞ্জিনে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং যাত্রীবাহী বগিতে আগুন ছড়িয়ে পড়েনি। ভোররাত তিনটে নাগাদ ট্রেনটি সেন্দ্রা রেলস্টেশন (বেওয়ারের কাছে) দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে, লোকো পাইলট দ্রুত পদক্ষেপ নেন, ট্রেনটি থামিয়ে দেন এবং সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নেন। সেই সময় ট্রেনে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। সৌভাগ্যবশত, আগুন ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং বগিগুলিতে ছড়িয়ে পড়েনি, ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণের ব্যবস্থা করেন।

You might also like!