Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Game

6 days ago

West Indies vs Australia, 3rd Test: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, স্টার্কের রেকর্ড, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়

West Indies vs Australia, 3rd Test
West Indies vs Australia, 3rd Test

 

কিংস্টন, ১৫ জুলাই : সোমবার জ্যামাইকার কিংস্টনে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক টেস্ট ইতিহাসের দ্রুততম পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েন। স্টার্ক ১৫ বলে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে ভেঙে দেন,যা স্বাগতিক দলের রান তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে। ম্যাচে স্কট বোল্যান্ডও হ্যাটট্রিক করেন। ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে অলআউট হয়, যা ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ২৬ রানের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

স্টার্ক চার বলে পাঁচ উইকেট নেওয়ার আগের রেকর্ডটি ভেঙে ফেলেন, এর্নি তোশ্যাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) এবং বোল্যান্ড (২০২১) কে ছাড়িয়ে যান, যাদের এই কৃতিত্ব অর্জনের জন্য ১৯টি বল প্রয়োজন ছিল। এই ম্যাচে স্টার্ক মিকাইল লুইসকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং নাথান লিয়নের সঙ্গে চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এর আগে, অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হয়ে যায়, যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ বছরের মধ্যে তাদের সর্বনিম্ন স্কোর। আলজারি জোসেফ ৫/২৭ এবং শামার জোসেফ ৪/৩৪ এর কেরিয়ার সেরা বোলিং করেন।

You might also like!