পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট : মেদিনীপুরে ফুটবল খেলা চলাকালীন মাঠের ভিতর ঢুকে পড়লেন তৃণমূল নেতার ভাইপো। রেফারিকে মারলেন লাথি! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসকদল।
বিজেপির তরফে সেই ভিডিয়ো পোস্ট করে
শাসকদলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্তের নাম রাজা খাঁ। তিনি স্থানীয় পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁয়ের ভাইপো। খেলার শেষে খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় এবং তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে তাঁকে ছবিও তুলতে দেখা গিয়েছে।
ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারি কে লাথি !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) August 16, 2025
পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠের বিতর্কে রেফারি কে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।
যাকে মারছে তিনি হলেন শ্রী… pic.twitter.com/9DZunShyBh