West Bengal

1 month ago

Paschim Medinipur News : রেফারির পেটে লাথি তৃণমূল পুরপ্রধানের ভাইপোর, ভিডিয়ো ছড়াতেই গ্রেফতার

TMC Worker Kicks Referee
TMC Worker Kicks Referee

 

পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট : মেদিনীপুরে ফুটবল খেলা চলাকালীন মাঠের ভিতর ঢুকে পড়লেন তৃণমূল নেতার ভাইপো। রেফারিকে মারলেন লাথি! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসকদল।

বিজেপির তরফে সেই ভিডিয়ো পোস্ট করে
শাসকদলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্তের নাম রাজা খাঁ। তিনি স্থানীয় পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁয়ের ভাইপো। খেলার শেষে খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় এবং তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে তাঁকে ছবিও তুলতে দেখা গিয়েছে।

You might also like!