Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Maleria::ফের শুরু মশার দাপট,হু হু করে বাড়ছে উত্তরে ম্যালেরিয়া আক্রান্ত

Mosquitoes have started again, malaria is increasing in the north
Mosquitoes have started again, malaria is increasing in the north

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিবছরই বর্ষার কিছুটা আগে থেকেই ম্যালেরিয়া থাবা বসায় রাজ্যে। তবে এই বছর যেভাবে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। তার আগেই ডেঙ্গি আক্রান্তের খবর আসছিল উত্তরবঙ্গ থেকে। আর এবার দোসর হল ম্যালেরিয়া। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ধূপগুড়ি, বানারহাট ও নাগরাকাটা ব্লকে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় তিরিশ জন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, বানারহাট এবং নাগরাকাটা ব্লকে। তবে নতুন করে ম্যালেরিয়া আক্রান্তের সন্ধান মিলেছে চানাডিপা, কলাবাড়ি এবং ধূমপাড়া এলাকায়। এর মধ্যে চানাডিপা এলাকায় ৯ জন, কলাবাড়ি এলাকায় ৪ জন, ধূমপাড়া এলাকায় ৯ জন আক্রান্ত হয়েছেন। অসমর্থিত সূত্রে খবর, এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

ইতিমধ্যেই অনেকে জ্বর সর্দি কাশি উপসর্গ নিয়ে বাড়ির মধ্যে রয়েছেন। অনেকেরই রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। আর সেই রিপোর্টই স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়িয়ে চলেছে। এ দিকে, ম্যালেরিয়া রোধে জেলা স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম পাঠানো হয়েছে এলাকায়। বাড়ি-বাড়ি সার্ভে করছেন স্বাস্থ্য কর্মীরা। পাশাপাশি ১৭ টি মেডিকেল টিম পৃথকভাবে বিভিন্ন বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। ৬ টি স্বাস্থ্যকর্মীদের টিম খোঁজ খবর নিচ্ছেন গ্রামে কোন কোন বাড়িতে জ্বরে আক্রান্ত রোগী রয়েছে। ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দফতরের বিএমওএইচ নিজে এলাকা ঘুরে দেখেছেন।


You might also like!