West Bengal

3 days ago

Dilip Ghosh : আটক বিএসএফ জওয়ান নিরাপদেই ফিরে আসবেন, আশাবাদী দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২৫ এপ্রিল : পহেলগামে সন্ত্রাসী হামলার আবহে বিএসএফ জওয়ান আটক পাকিস্তানি সেনার হাতে। সেনা সূত্রে খবর, ভুল করে পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে পাকসেনা। পাকিস্তানের হাতে আটক ওই জওয়ান নিরাপদেই ফিরে আসবেন বলে আশাবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে কলকাতার নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "ঘটনাটি যাই ঘটুক না কেন, ভুলবশত হোক অথবা অন্য কোনও কারণে হোক, জঙ্গল এবং পাহাড়ে টহল দেওয়ার সময়, কেউ বলতে পারে না যে সীমান্ত কোথায়। তাই সতর্ক থাকা উচিত, কারণ দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। যদি ভুলবশত ঘটনাটি ঘটে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার কূটনীতির মাধ্যমে এটি মোকাবেলা করছে, ঠিক যেমন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন ফিরে এসেছেন, তিনিও নিরাপদে ফিরে আসবেন।"

পহেলগাম সন্ত্রাসী হামলার পর ডাকা সর্বদলীয় বৈঠক সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "এটা ভালো যে সবাই ঐক্যবদ্ধ এবং এর জবাব দিতে প্রস্তুত। অতীতে, দেশে বিভিন্ন কণ্ঠস্বর শোনা যেত। আমরা বাংলাদেশে এমন দৃশ্য দেখতাম যেখানে সীমান্তে বিএসএফ-কে পদক্ষেপ নিতে বলা হত, অপরাধীদের পশুর মতো টেনে নিয়ে যাওয়া হত। কিন্তু সেই দিন আর নেই। বাংলাদেশ সোজা হবে, পাকিস্তান সোজা হবে এবং আমি বিশ্বাস করি এটিই হবে জম্মু ও কাশ্মীরে হিংসার শেষ ঘটনা।"

You might also like!