Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Death in accident on highway :দ্রুত গতিতে স্কুটি চালাতে গিয়ে হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু

Death in accident on highway
Death in accident on highway

 

আলিপুরদুয়ার, ১৬ আগস্ট : হেলমেট না পরে এশিয়ান হাইওয়েতে দ্রুত গতিতে স্কুটি চালানোর মাশুল দিতে হল এক চালককে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল তাঁর। মৃত রাজেশ বর্মন দাঁড়াগাও এলাকার বাসিন্দা।

এই ঘটনায় শোকের ছায়া নামে জয়গাঁ এলাকায়। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে স্কুটি করে জয়গাঁ থেকে হাসিমারার দিকে যাচ্ছিলেন, সেইসময় এলাকার এশিয়ান হাইওয়েতে আচমকা এক বড় গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। স্থানীয়দের তরফে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

এর পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে কালচিনি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকল বাইক ও স্কুটি চালককে রাস্তায় হেলমেট পরার অনুরোধ জানিয়েছে পুলিশ।


You might also like!