কলকাতা, ২৮ এপ্রিল : দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি আপাতত কিছুদিন থাকবে। মে মাসের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গে গরম খুব বৃদ্ধির সম্ভাবনা কম। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার (১ মে) পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত ঝড়-বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই আপাতত নেই। তবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি থাকায় চড়া রোদ উঠলে কম তাপমাত্রাতেও ভ্যাপসা গরম অনুভূত হবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। সোমবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ ছিল মেঘলা। ফলে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।