Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Raniganj Robbery: রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে জড়িত মেঘালয়ে ধৃত বিহারের দুষ্কৃতীকে আনা হচ্ছে

Bihar criminal caught in Meghalaya involved in Raniganj robbery is being brought
Bihar criminal caught in Meghalaya involved in Raniganj robbery is being brought

 

রানিগঞ্জ, ২২ জুন: মেঘালয়ে গা-ঢাকা দিয়েও নিস্তার পেল না রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে জড়িত বিহারের দুষ্কৃতী৷ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ গ্রেফতার করল অভিযুক্তকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম বিবেক চৌধুরি৷ তার বাড়িও বিহারের সিওয়ান জেলায়৷

আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তাকে মেঘালয় থেকে গ্রেফতার করেছে। অন্তর্বর্তী হেফাজত নিয়ে ধৃত তাকে আসানসোলে এনে আদালতে তোলা হবে। এই নিয়ে রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে এখনও পর্যন্ত ৫ জন গ্রেফতার করা হল৷

বিহারের সিওয়ান জেলার কুখ্যাত ডাকাত দলের দুষ্কৃতী বিবেক, রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে হাতে বন্দুক নিয়ে সোনার দোকানে ঢুকেছিল৷ বিহারের নানান জায়গায় তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি তাকে৷ কিন্তু, আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের গোপন এক সূত্র চিহ্নিত করে, বিবেক মেঘালয়ে গা-ঢাকা দিয়ে আছে৷ শুক্রবার রাতে তাকে মেঘালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷

গত ৯ জুন রবিবার বেলা সাড়ে বারোটায় রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয়। ৭ জন সশস্ত্র দুষ্কৃতী ওই সোনার দোকানে হানা দেয়৷ কিন্তু, বাধা হয়ে দাঁড়ান জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল৷ তাঁর নিশানায় গুলিবিদ্ধ হয় ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড সোনু সিং৷ তাকে নিয়ে দুই দুষ্কৃতী মোটর সাইকেল নিয়ে পালায়৷ পরে আসানসোলের মহিশীলায় এক গাড়ি চালককে গুলি করে দুষ্কৃতীরা এবং গাড়ি চুরি করে পালায় তারা৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ গাড়ির জিপিএস অনুসরণ করে ওই দিন রাতেই ঝাড়খণ্ডের গিরিডির কাছে জঙ্গল থেকে গ্রেফতার করা হয় ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতী সুরজ সিংকে ৷


You might also like!