West Bengal

3 hours ago

Calcutta High Court on SSC:পরীক্ষার আগে বড় রায়, অযোগ্যদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা! চাপে এসএসসি ও প্রশাসন

government recruitment news
government recruitment news

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : এসএসসি ও রাজ্য সরকারকে বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট।২০২৫ সালের এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা আর বসতে পারবেন না। এই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চিহ্নিত অযোগ্যদের মধ্যে কেউ পরীক্ষায় বসার জন্য আবেদন করে থাকলেও তাঁদের বাদ দিতে হবে বলে এসএসসি এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য৷

প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।সেই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যেই ৷  যদিও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়৷ নতুন নিয়োগ বিধিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হয়নি বলে অভিযোগ ওঠে৷

যদিও এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে গিয়ে বলেন,  যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না , এ কথা সুপ্রিম কোর্ট কোথাও নির্দিষ্ট ভাবে বলেনি। শিক্ষকতার অভিজ্ঞতা বাবদ যে দশ নম্বর এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই নম্বরও এই অযোগ্যদের দেওয়া যাবে না বলেও সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি বলেই এ দিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার এবং এসএসসি-র পক্ষে সওয়াল করা হয়৷ যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন যে,  রাজ্য সরকারের এই ব্যাখ্যা অপ্রত্যাশিত ।


You might also like!