Video

6 days ago

Vikas Roy Chowdhury | বৈঠক না হওয়া নিয়ে এবার মুখ খুললেন বিকাশ রায়চৌধুরী

 

কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বীরভূম জেলার দুই তৃণমূল নেতা কাজল শেখ ও আশীষ বন্দ্যোপাধ্যায়। এবার কেন বৈঠক ডাকা হয়নি, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি কোর কমিটির আহ্বায়ক, আর অনুব্রত মণ্ডল দলের সভাপতি ও কোর কমিটির চেয়ারপারসন। তাই আমার চেয়ে ওনার গুরুত্ব বেশি। তিনি যেদিন বলবেন, যেদিন ডাকবেন, সেদিনই কোর কমিটির বৈঠক হবে।” পাশাপাশি তিনি আরও দাবি করেন, আগের কোর কমিটির বৈঠকে নির্দিষ্ট করে কোনও তারিখ ঠিক করা হয়নি— বলা হয়েছিল অনুব্রত মণ্ডল অর্থাৎ চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে, তিনি ফাঁকা থাকলে দিন নির্ধারণ করা হবে। অর্থাৎ, গোটা বিষয়টির দায় কার্যত অনুব্রত মণ্ডলের ওপরেই চাপালেন তিনি। মুখ্যমন্ত্রী নিজে হাতে জেলা পরিচালনার জন্য এই কোর কমিটি গঠন করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে এটি কার্যত বিলুপ্তির পথে—এটা বলার আর অপেক্ষা রাখে না।

You might also like!