রাস্তা দিয়ে অনবরত চলছে ইসি এল এর কয়লা বোঝাই ডাম্পার। সেই ডাম্পার আটকে বিক্ষোভ দেখাল ফুলবেরিয়া গ্রামের দোকান দারেরা । মূলত তাদের দাবি এই সব ডাম্পার গুলি সকাল থেকে সারাদিন ধরে ওভার লোডিং চলে যার ফলে রাস্তা নষ্ট হচ্ছে একই সাথে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো উড়ছে ।আর রাস্তায় ধুলো ওরা যাতে বন্ধ হয় সেই দাবি জানিয়েই রবিবার সকাল থেকেই গ্রামের দোকান দারেরা ট্রান্সফোর্ট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার সামডি ক্যাম্প এর পুলিশ ও সিকুরিটি গার্ড জয়দেব রায় । ফুলবেড়িয়া গ্রামের দোকান দারেরা জানায় সালানপুর ইসিএল এর ডাবর কোলিয়ারি ও মোহনপুর কোলিয়ারি থেকে কয়লা উত্তোলন করে সেই কয়লা সামডি ফুলবেরিয়া হয়ে বনজেমারি সাইডিং এ নিয়ে যাওয়া হয় ।কিন্তু সামডি থেকে ফুলবেড়ীয়া পর্যন্ত রাস্তা খারাপ রয়েছে তাছারা প্রচন্ড পরিমাণে ধুলো ওরে যার ফলে বাড়ী ঘর সহ দোকানের অবস্থা খারাপ হয়ে পড়ছে ।সেই কারনে তারা দোকান বন্ধ করে দোকানের সব চাবি এক সিকুরিটি এর হাতে তুলে দেন ।তারা জানায় এই ধুলোর ফলে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে ।তাছারা যখন ডাম্পার গুলি চলে সেই সময় কোন সিকুরিটি গার্ড পর্যন্ত থাকেনা। কারন স্কুল এর সময় অনেক ছাত্র ছাত্রী এই রাস্তা দিয়েই যাতায়াত করে।তারা ইসিএল ম্যানেজমেন্ট এ বিষয়ে বহুবার জানিয়েও কোন সুরাহা হয়নি ।যার কারনে আজ কে তারা এইসব ট্রান্সপোর্ট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। যতক্ষণ না তাদের এই দাবি মানা হচ্ছে এই গাড়িগুলো ছাড়া হবে না । অবশেষে দোকানদারেরা জানাই পাঁচ ঘণ্টা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বন্ধ থাকার পর ইসি এল ম্যানেজমেন্ট সিকুরিটি ইনচার্জ দিলীপ প্রসাদ এর আশ্বাসে ডাম্পার গুলি ছাড়া হয় । তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলতে চাইনি।