Technology

1 year ago

Whatsapp Account Ban: ৭১ লাখ অ্য়াকাউন্ট ব্যান করল হোয়াটসঅ্য়াপ!! এই কাজগুলি আপনি করলেও ব্লক হবে অ্য়াকাউন্ট

Whatsapp Account Ban
Whatsapp Account Ban

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনিয়ম না মানায় ৭০ লাখেরও বেশি অ্য়াকাউন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্য়াপ। ইউজারদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পরেই ওই অ্য়াকাউন্টগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, মোট ৭১ লাখ ১১ হাজার অ্য়কাউন্ট পুরোপুরি বন্ধ করা হয়েছে। মোট ১০ হাজার ৪৪২ জন ওই অ্য়াকাউন্টগুলিকে রিপোর্ট করেছিলেন। সেকারণেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, ওই অ্য়াকাউন্টগুলি হোয়াটসঅ্য়াপের কমিউনিটি গাইডলাইন্স মেনে চলছিল না। ভুয়ো মেসেজ ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে অসামাজিক কাজকর্ম হচ্ছিল ওই অ্য়াকাউন্টগুলির মাধ্য়মে।

কীভাবে অ্য়াকাউন্ট রিপোর্ট করবেন?

যে অ্য়াকাউন্টটি রিপোর্ট করতে চাইছেন সেই উইন্ডোটি ওপেন করুন।

এরপর ডানদিকের থ্রি ডট অপশনে ক্লিক করলেই একটি ড্রপডাউন মেনু খুলে যাবে

সেখানে রিপোর্ট অপশন আছে। ওই অপশনে ক্লিক করুন।

You might also like!