দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Y-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Vivo Y78m। এটি Y78 লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Vivo Y78 এবং Y78+ এর সাথে যোগদান করেছে। সদ্য লঞ্চ হওয়া Vivo Y78m হল গত মে মাসে বাজারে আত্মপ্রকাশ করা Y78-এর একটি ভ্যারিয়েন্ট। দুটি ফোন মূলত কালার অপশন এবং মেমরি কনফিগারেশনের দিক থেকে ভিন্ন। এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশনগুলি প্রায় এক। Vivo Y78m ফোনটি এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 7020 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে এই নবাগত ভিভো ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।কোম্পানির পক্ষ থেকে Vivo Y78m ফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1999 ইউয়ান। ভারতীয় টাকায় এই দাম 22,900 টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি black এবং blue কালারে এই ফোনটি সেল করা হবে। তবে এখনও পর্যন্ত ভারতে Vivo Y78m ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।
Vivo Y78m এর স্পেসিফিকেশন
স্ক্রিন: Vivo Y78m ফোনটিতে 2388 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.64 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: Vivo Y78m ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
RAM-স্টোরেজ: এই ফোনে 8GB virtual RAM টেকনোলজি রয়েছে যা ফোনের ফিজিক্যাল 12GB RAM এর সঙ্গে মিলে মোট 20GB RAM এর পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনটি LPDDR4X RAM এবং UFS2.2 Storage টেকনোলজিতে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট চামের যোগ করা হয়েছে।
ব্যাটারি: Vivo Y78m ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।