Technology

1 year ago

8GB RAM এবং 50MP Camera সহ লঞ্চ হল Vivo Y55t 5G

Vivo Y55t 5G
Vivo Y55t 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটি বিশেষ সুখবর ভারতের বাজারে ভিভো নিয়ে আসতে চলেছে একটি নতুন মডেলের ফোন যেটি ফিচারসে ভরা এবং অনেক কম দামে ভারতের বাজারে এটি বিক্রি করা হবে এটি সম্ভবত এখনো পর্যন্ত ভারতে আসে নাই এখনো পর্যন্ত এটি চীনে লঞ্চ করা হয়েছে মডেলটি হল Vivo Y55t তাই ফোন ক্রেতাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা যদি ফোন কিনতে চাইলে এই ফোনটি তোমরা অনেক কম দামে এবং অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে 8GB RAM , 50MP Camera and 5000mAh Battery সহ শুধুমাত্র ১১,৫০০ টাকা দামে এই ফোনটি বাজারে বের হতে চলেছে।  ভারতে কবে ফোনটি পেশ করা হবে সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

দাম

চীনে এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 8GB RAM এর সঙ্গে 128GB মেমরি সহ 999 Yuan অর্থাৎ প্রায় 11,500 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে এই ফোনের টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1199 Yuan অর্থাৎ প্রায় 13,900 টাকা। চীনে এই ফোনটি Black, Purple, Green এবং Blue কালারে সেল করা হবে।

Vivo Y55t 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y55t 5G ফোনে 2388 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.64 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 60 হার্টস রিফ্রেশরেট, 394 পিপিআই এবং 550 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে আছে মালী-জি

স্টোরেজ: চীনে Vivo Y55t 5G ফোনটি 8GB LPDDR4X dual channel RAM এবং 128GB ও 256GB UFS2.2 ROM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y55t 5G তে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি 7 5G Bands সাপোর্ট করে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 তে কাজ করে।

You might also like!