Technology

2 years ago

Youtube Shorts ডাউনলোড করার অত্যন্ত সহজ পদ্ধতি

Very easy method to download Youtube Shorts
Very easy method to download Youtube Shorts

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি যদি আপনার ফোন বা ল্যাপটপের ব্রাউজারে Youtube Shorts ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে আপনি Shortsnoob, 8Downloader এবং Savetube এর মতো ওয়েবসাইট থেকে এই ভিডিওগুলি ডাউনলোড করতে পারেন। এই ওয়েবসাইট থেকে ভিডিও .mp4 ফরম্যাটে সেভ করা যায়। এখানে আপনাদের স্টেপগুলি জানানো হল

প্রথমে ইউটিউব শর্টস ওপেন করুন এবং শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওর লিঙ্কটি কপি করুন।

উপরের যে কোন একটি ওয়েবসাইট খুলুন। এখানে আমরা shortsnoob ব্যবহার করছি। https://shortsnoob.com/ খুলুন এবং Youtube Shorts-এর লিঙ্ক পেস্ট করুন।

এর পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে এবং এখানে আপনি বিভিন্ন ফরম্যাটে ভিডিও দেখতে পাবেন।

আপনি ফর্ম্যাট নির্বাচন করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। ভিডিওটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে।

PC App থেকে ভিডিও ডাউনলোড করবেন এইভাবে

4K ভিডিও ডাউনলোডার সফ্টওয়্যারের সাহায্যে, আপনি আপনার পার্সোনাল কম্পিউটারে YouTube শর্টস ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই সফ্টওয়্যারটি Windows, macOS এবং Linux প্ল্যাটফর্মে উপলব্ধ।

সবার প্রথমে আপনাকে YouTube Shorts খুলতে হবে এবং এর লিঙ্ক কপি করতে হবে।

এখন আপনাকে কম্পিউটারে 4K ভিডিও ডাউনলোডার সফ্টওয়্যারটি খুলতে হবে এবং লিঙ্কটি পেস্ট করতে হবে।

এখন আপনি যে ফর্ম্যাটে ভিডিওটি চান সেটি নির্বাচন করতে হবে।

আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারেন।

You might also like!