Technology

2 years ago

TRAI:গ্রাহকদের স্বস্তি দিয়ে আজ থেকে কল ও SMS এর জন্য নতুন নিয়ম আনছে TRAI

TRAI brings new rules for calls and SMS from today, bringing relief to customers
TRAI brings new rules for calls and SMS from today, bringing relief to customers

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) কলিংয়ের জন্য নয়া নিয়ম এনেছে। নতুন নিয়মে ট্রাই স্প্যাম কল এবং এসএমএস বন্ধ করতে একটি ফিল্টার ব্যবহার করবে। টেলিকম কর্তৃপক্ষ সমস্ত সংস্থাকে তাদের ফোন কল এবং মেসেজ পরিষেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার ইনস্টল করার নির্দেশ দিয়েছে। আজ ১ মে থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

ভুয়ো কল ও SMS আটকানোর জন্য TRAI এর নতুন পরিকল্পনা

নতুন নিয়ম অনুযায়ী, ট্রাই সমস্ত টেলিকম সংস্থাকে ১ মে থেকে কল অ্যান্ড মেসেজ ফিল্টার ব্যবহার করতে বলেছে। এই ফিল্টারটি গ্রাহকদের ভুয়ো কল এবং এসএমএস থেকে রক্ষা করতে সহায়তা করবে। উল্লেখ্য, ট্রাই স্প্যাম বা ভুয়ো কল রোধ করতে দীর্ঘদিন ধরে কাজ করছিল।

শেষমেষ তারা ভুয়ো কল এবং এসএমএস প্রতিরোধে এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। পাশাপাশি তারা ১০ ডিজিটের মোবাইল নম্বরের মাধ্যমে প্রমোশনাল কল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কলার আইডি ফিচারও আনছে ট্রাই, যাতে থাকবে যে কল করছে তার নাম ও ফটো।

ভারতীয় টেলিকম জায়ান্ট Airtel ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা প্রথমে এআই ফিল্টার চালু করবে। Jio-ও ভুয়ো কল এবং এসএমএসের জন্য এআই ফিল্টার ইনস্টল করার পরিকল্পনা করছে। এই দুটি সংস্থা ট্রুকলার অ্যাপের সাথেও আলোচনা করছে। তবে তারা কলার আইডি ফিচারটি গোপনীয়তার কারণে ব্যবহার করতে চাইছে না।

You might also like!