দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : Redmi Note 14 SE 5G আগামিকাল ভারতের বাজারে লঞ্চ হয়েছে । কোম্পানির তরফে এই স্মার্টফোনটিকে "Killer Note" বলে আখ্যা দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে এটি একেবারে কম দামে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। এটি Redmi Note 14 সিরিজের চতুর্থ মডেল হিসাবে হাজির হচ্ছে এবং পূর্বে লঞ্চ হওয়া Redmi Note 14 5G-এর থেকেও কম মূল্যে আসার সম্ভাবনা রয়েছে।
এই ফোনটির প্রোডাক্ট পেজ ইতিমধ্যেই ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা হয়েছে, যেখানে উল্লেখযোগ্য ফিচার এবং স্পেসিফিকেশন তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে, ফোনটিতে থাকছে শক্তিশালী 5100mAh ব্যাটারি এবং একটি AMOLED ডিসপ্লে, যা এই দামের মধ্যে এক অনন্য অভিজ্ঞতা দেবে।
Redmi Note 14 SE 5G-এর দাম এবং বিক্রির বিস্তারিত তথ্য 28 জুলাই, অর্থাৎ আগামিকাল প্রকাশ করা হয়েছে । বাজেট রেঞ্জের এই স্মার্টফোন ইতিমধ্যেই প্রযুক্তি অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আসুন দেখে নিই Redmi Note 14 SE 5G-তে থাকছে কোন কোন গুরুত্বপূর্ণ ফিচার।
Redmi Note 14 SE 5G ফোনের স্পেসিফিকেশন-
কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে Redmi Note 14 SE 5G ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 7025 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। Virtual RAM এর মাধ্যমে এই ফোনে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ডিসপ্লে: Redmi Note 14 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2100 নিটস পীক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Redmi Note 14 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7025 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 457426 AnTuTu স্কোর পেয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi Note 14 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 1/1.96 ইঞ্চির সেন্সর সাইজ এবং এফ/1.59 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল LYT-600 OIS সেন্সর ও এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 5G ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,110এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 19 ঘন্টা এবং 21 মিনিটের PC Mark Battery স্কোর পেয়েছে। আমাদের টেস্ট চলাকালীন মাত্র 32 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হতে সময় নিয়েছে।
দাম: Redmi Note 14 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM সহ 128GB মডেলের দাম 17,999 টাকা এবং 256GB মডেলের দাম 19,999 টাকা।
সর্বোপরি, বাজেটের মধ্যে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই Redmi Note 14 SE 5G স্মার্টফোনটি প্রযুক্তি অনুরাগীদের জন্য এক আকর্ষণীয় বিকল্প হতে চলেছে। শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম AMOLED ডিসপ্লে এবং সম্ভাব্য কম দাম—সব মিলিয়ে এটি মধ্যবিত্ত ব্যবহারকারীদের পছন্দের তালিকায় দ্রুত উঠে আসতে পারে। আগামিকালের লঞ্চের পর ফোনটির সঠিক দাম ও সেলের বিস্তারিত সামনে এলেই বোঝা যাবে বাজারে এর প্রতিযোগিতামূলক অবস্থান কতটা শক্তিশালী হতে পারে।