দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চার মাস ধরে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে Oppo Reno 8T 5G ভারতে লঞ্চ হয়ে গেল। 10 ফেব্রুয়ারি থেকে Reno 8T 5G ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। ফোনের দাম 29,999 টাকা। Flipkart, Oppo স্টোর্স-সহ অন্যান্য রিটেল স্টোরগুলিতে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 3 ফেব্রুয়ারি লঞ্চের দিন থেকেই এই ফোন আপনি ফ্লিপকার্টে প্রি-অর্ডার করতে পারবেন। এই ফোন আপনি অফারেও ক্রয় করতে পারবেন। Flipkart থেকে এই ফোন আপনি যদি এক্সচেঞ্জ অফারে ক্রয় করেন, তাহলে Oppo আপনাকে 20,000 টাকা ছাড় দেবে। পাশাপাশি 5% ক্যাশব্যাকও থাকছে এই ফোনের উপরে।
OPPO Reno 8T ফোনটি ক্রোমাতে 67 শতাংশেরও বেশি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনের লঞ্চ প্রাইস ছিল 29,999 কিন্তু এখন মাত্র 12,765 টাকা দামে এই ফোনটি সেল করা হচ্ছে। সবচেয়ে বড় কথা এটি কোনো ব্যাঙ্ক অফার বা ক্যাশব্যাক নয় বরং ফ্ল্যাট ডিসকাউন্ট।
এই বিরাত ডিসকাউন্ট ছাড়াও কেউ যদি IDFC Bank credit card ব্যাবহার করেন তবে তাঁরা 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। এটি এই ফোনের 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টের দাম এবং ফোনটি unrise Gold ও Midnight Black কালারে সেল করা হয়।
Oppo Reno 8T এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.2 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 619 জিপিইউ যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 8T ফোনটিতে 4,800 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
5জি ব্যান্ড: এই ফোনটি n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n40, n41, n66, n77 এবং n78 সহ 13 5G Bands সাপোর্ট করে।