Technology

1 year ago

Vi WiFi Calling: মোবাইলে ব্যালেন্স শেষ? তারপরেও কলিংয়ের সুবিধা! নয়া পরিষেবা Vi-এর

Vi WiFi Calling
Vi WiFi Calling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমোবাইলে ব্যালান্স শেষ? কোনও চিন্তা নেই। তারপরেও ফোন করার সুবিধা দেবে VI। রাজ্যে নয়া পরিষেবা চালু করতে চলেছে এই মোবাইল সার্ভিস প্রোভাইডার।

দেশের একাধিক রাজ্যে চালু হয়েছিল আগেই। এবার বাংলায় WiFi কলিং পরিষেবা চালু করতে চলেছে সংস্থাটি। এর ফলে ফোনে রিচার্জ না থাকলেও সমস্যা নেই। যেকোনও WiFi জ়োন থেকে কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সংস্থার তরফে জানানো হয়েছে, সাধারণ মোবাইল নেটওয়ার্কের তুলনায় অনেক ভালো ভয়েস কোয়ালিটি পাওয়া যাবে। শুধুমাত্র মোবাইল ফোনে WiFi কলিং ফিচার থাকলেই এই সুবিধা পাওয়া যাবে।

ইতিমধ্যে দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশের একটা বড় অংশ, পঞ্জাব, মহারাষ্ট্র, গোয়া, মুম্বই, হরিয়ানা, কেরালায় এই সুবিধা চালু হয়েছে। এবার কলকাতা ও অধিকাংশ জেলায় এই পরিষেবা পাওয়া যাবে।

সম্প্রতি মোবাইল ইন্ডিয়া কংগ্রেসে VI এর তরফে জানানো হয়েছে গোটা দেশে 5G নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। খুব তাড়াতাড়ি সারা দেশেই 5G পরিষেবা পাওয়া যাবে।

You might also like!