Technology

2 years ago

Elon Musk : ভারতে টুইটার দফতরে তালা,কি বললেন এলন মাস্ক!

Elon Musk
Elon Musk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েক মাস ধরেই  বিতর্কের শিরোনামে রয়েছে টুইটার। এবার টুইটারের ভারতীয় দফতরে নজর পড়েছে মাস্কের। ইতিমধ্যেই দফতরের প্রায় ৯০শতাংশ কর্মী ছাঁটাই করে ফেলেছেন তিনি । দেশের বিভিন্ন টুইটার দফতর বন্ধের নির্দেশ দিয়েছেন মাস্ক। বৃহস্পতিবার আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে টুইটারের দিল্লি ও মুম্বইয়ের দুটি দফতর । জানা গিয়েছে, এই অফিসগুলিতে কর্মরত প্রায় দুশো কর্মচারীকে আপাতত বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদি কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি ওই সংস্থা। তবে এখনই ব্যাঙ্গালুরুর দফতরটি বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। ফলে এই মুহূর্তে দেশের তিনটি  টুইটার দফতরের মধ্যে অবশিষ্ট রইল ব্যাঙ্গালুরুর দফতরটি। সূত্রের খবর, ভারতে ব্যবসায় মন্দা থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।

উল্লেখ্য, ২০২২ এর  এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। এরপর এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। এরপর আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয়। তারপর জানা যায়, আগের দামেই টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি। তারপর থেকেই মাস্কের নানা সিদ্ধান্ত নিয়ে বারবার শুরু হয়েছে বিতর্ক।

You might also like!