Technology

2 years ago

Smart Phone Charging: হাতে সময় কম? কীভাবে দ্রুত চার্জ দেবেন আপনার স্মার্টফোন?

Smart Phone Charging
Smart Phone Charging

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোন ছাড়া আজকাল জীবনই অচল, হঠাৎ কোনও কারণে বেরোতে হবে, হাতে বেশি সময় নেই, এদিকে মোবাইলে চার্জও কম, কী করবেন? জেনে নিন দ্রুত স্মার্টফোনে চার্জ দেওয়ার পদ্ধতি।

পাওয়ার অফ করে চার্জ দিন

মোবাইল ফোনের পাওয়ার অফ করে চার্জে বসালে তা দ্রুত চার্জ হয়ে যায়। সুইচড অফ করা সম্ভব না হলে নেট কানেকশন বন্ধ করে দিন।

এরোপ্লেন মোড

এরোপ্লেন মোড অন করে মোবাইল চার্জে বসালে অনেক তাড়াতাড়ি চার্জ হবে।

চার্জের সময় অ্যাপ ব্যবহার নয়

চার্জ হওয়ার সময় মোবাইলের কোনও অ্যাপ না খুললে তা দ্রুত চার্জ হয়। চার্জে বসিয়ে ফোনে কথা বলবেন না।

অ্যাপ ব্রাউজার বন্ধ করুন

আপনার অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে অজস্র অ্যাপ খোলা থাকে, সেগুলি বন্ধ করুন। তাতে ফোন চার্জ হতে বেশি সময় লাগে।






You might also like!