Technology

2 years ago

WI FI :আপনার ওয়াইফাই কারা ব্যবহার করছে, জানুন এই কৌশলে

Know who is using your WiFi with this trick
Know who is using your WiFi with this trick

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাস শেষে বিল দিচ্ছেন আপনি, অথচ লুকিয়ে সুবিধা নিচ্ছে অন্য কেউ। এমন হলে কারই বা ভালো লাগে? বলছিলাম ওয়াইফাই এর কথা। অনেক সাবধান থাকার পরও নিজের অজান্তে অন্য কেউ ওয়াইফাই ব্যবহার করতে পারে। ফলে ইন্টারনেটের গতি যেমন কমে, তেমনি বিরক্তও লাগে।

আপনার অজান্তে ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কি না তা জানলে কিন্তু এই সমস্যা অনেকটাই সমাধান করা যায়। কী করে জানবেন? চলুন জেনে নিই-

ওয়াইফাই সংযোগ নিরাপদ রাখা খুব জরুরি। এটি সুরক্ষিত রাখতে আপনাকে সাহায্য করবে দুটি দরকারি অ্যাপ। এর একটি সাহায্য করবে কোন ডিভাইসগুলি নিজের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে তা খুঁজে পেতে। আরেকটি সাহায্য করবে আরও ভাল নেটওয়ার্ক পেতে।

আপনার ঘরের কোন অংশে কেমন ইন্টারনেট স্পিড থাকছে তা রিয়েল টাইমে জেনে নেওয়া যেতে পারে। এজন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ‘ওয়াইফাই এআর’ অ্যাপটি। এটি ডাউনলোড করলে বেশ কিছু বিষয়ে অনুমতি চাইবে। তারপর রিয়েল টাইমে দেখা যেতে পারে কোন এরিয়া নেটওয়ার্কের স্পিড কেমন।

ঘরের ওয়াইফাই নেটওয়ার্কে কোন কোন ডিভাইস যুক্ত করা আছে তা জানতে চাইলে ব্যবহার করতে হবে অন্য একটি কৌশল। কোথাও অন্য কোনও ডিভাইস অজান্তেই নিজের ইন্টারনেট ব্যবহার করছে কিনা দেখে নিতে হলে ‘ফিং’ (Fing) নামের অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

অ্যান্ড্রোয়েড ও আইওএস উভয় ডিভাইসেই অ্যাপটি ইনস্টল করা যায়। এই অ্যাপটিকেও প্রয়োজনীয় কিছু অনুমতি দিতে হবে। তাইলেই আপনার নেটওয়ার্কে কোন ডিভাইস যোগ করা হয়েছে তা দেখা যাবে। চাইলেই সেখান থেকে অচেনা ডিভাইস বাদ দিতে পারবেন।

You might also like!