দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Realme 11x 5G সম্প্রতি লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই এর বিক্রি শুরু হয়ে গিয়েছে। আপনি এটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Realme.com থেকে কেনতে পারবেন। ফোনটি কেনার সময় ব্যাঙ্কের বিভিন্ন অফার পেয়ে যাবেন। ফলে আপনি অনেক কম দামে এই ফোনটি কিনে নিতে পারবেন। Realme 11x 5G-এর দাম 14,999 টাকা থেকে শুরু। এই ফোনের দু’টি ভ্যারিয়েন্টের দাম কত হবে, কী কী থাকবে ব্যাঙ্কের অফার এবং কী কী ফিচার থাকবে, চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
realme 11x 5G এর দাম
এই ফোনের 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। আপনি 11 শতাংশ ছাড়ে 14,999 টাকায় কিনতে পারবেন। অফারের কথা বললে, Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। 5,000 টাকার ইএমআই ছাড়াই ফোনটি কেনা যাবে। আর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। আপনি এই নতুন ফোনটি 2,667 টাকার নো কস্ট ইএমআই-এ কিনতে পারবেন।
realme 11x 5G এর স্পেসিফিকেশন
স্ক্রিন: realme 11x 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 680 নিটস্ পীক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: Realme 11x 5G তে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে এআরএম জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্দ্রয়েড 13 অপাএতিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই 4.0 তে কাজ করে।
RAM-স্টোরেজ: কোম্পানি এই ফোনের 6GB RAM এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে Dynamic RAM টেকনোলজি রয়েছে যার সাহায্যে ফোনের RAM 16GB পর্যন্ত বাড়ানো যায়।
রেয়ার ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Realme 11x 5G ফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33 ওয়াট সুপার ভুক চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।
কানেক্টিভিটি: এই ফোনে 9 5জি ব্যান্ড সাপোর্ট করে। এতে ডুয়েল সিম স্লট রয়েছে এবং এটি 4জি ভোএলটিইতেও কাজ করে। এর সঙ্গে এই ফোনে 3.5 এমএম জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 রয়েছে।