Technology

1 year ago

লেটেস্ট Honor Play 50+ ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নিন

Honor Play 50+
Honor Play 50+

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনর চীনে তাদের Play সিরিজের অধীনে একটি এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Honor Play 50 Plus। এই ফোনটির প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৯০ হার্টজের এলসিডি স্ক্রিন, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং একটি বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি গত বছরের Honor Play 40 Plus-এর উত্তরসূরি হিসাবে এসেছে। আসুন তাহলে এই নবাগত অনর ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor Play 50 Plus-এর দাম ও লভ্যতা

চীনে Honor Play 50 Plus ফোনটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে উচ্চতর মডেলটির দাম ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,০৭০ টাকা)। ফোনটিকে ম্যাজিক নাইট ব্ল্যাক, মো ইউকিং (সবুজ), স্টার পার্পল এবং স্ট্রিমিং সিলভারের মতো চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। Honor Play 50 Plus ভারতে কবে আসবে, সে সম্পর্কে এখনও কোম্পানির তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Honor Play 50+ এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: Honor Play 50+ ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor Play 50+ ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবন ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 35 ওয়াট Rapid চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

এই ফোনে Hi-Res audio সাপোর্টেড ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে।

এতে 3.5mm জ্যাক এবন USB-C রয়েছে।

সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Wi-Fi 802.11ac, Bluetooth 5.1 এবন GPS রয়েছে।

ফোনটির ডায়মেনশন 166.7 x 76.5 x 8.24 এমএম এবন ওজন 199 গ্রাম।

You might also like!