দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোন, মোবাইল বা সিম কার্ডের প্রসঙ্গ উঠলে জিও-এর নাম শোনা যায়। কিন্তু আজ যেই ডিভাইসটি নিয়ে কথা বলতে চলেছি তার ভূমিকার সঙ্গে ফোন অথবা সিম কার্ডের খুব বেশি সম্পর্ক নেই। এই ডিভাইস মূলত গাড়ি মালিকদের জন্য এনেছে রিলায়েন্স। ডিভাইসের নাম জিও মোটিভ (Jio Motive)।
একগুচ্ছ সুবিধাকে এক ছাতার তলার নিয়ে এসে একটি যন্ত্র বানিয়েছে জিও। গাড়ি মালিকদের চুরির ভয়, শঙ্কা দূর করতে পারবে বলে দাবি করেছে রিলায়েন্স। গাড়ি থাকলে তা চুরি যাওয়ার ভয় যেমন থাকে, পাশাপাশি ওই গাড়ির চাবি অন্য কারও হাতে গেলে, (যেমন বন্ধু বা পরিবারের কেউ) তারা গাড়িটিকে নিয়ে কোথায় কোথায় যাচ্ছে সেই চিন্তাও থাকে।
বাড়িতে বসেই এই সব ট্র্যাক করতে পারেন আপনি। গাড়ির লোকেশন নিয়ে নিশ্চিন্ত রাখবে জিও মোটিভ। এর জন্য বাড়তি কোনও ডিভাইস ইনস্টল করতে হবে ইউজারদের। মোবাইলেই আসবে সমস্ত আপডেট। জিও মোটিভ কোথা থেকে কিনতে পারবেন এবং কত খরচ করতে হবে জেনে নিন।
Jio Motive এর ফিচার
Jio Motive এ প্রচুর ফিচার দেওয়া হয়েছে। এটিকে গাড়ির সঙ্গে কানেক্ট করে গাড়ি রিয়েল টাইম ট্র্যাক করা যাবে। অর্থাৎ গাড়ি কখন কোথায় রয়েছে তা লাইভ দেখা যাবে।
Jio Motive এর মাধ্যমে গাড়িতে জিও ফেন্সিং এবং টাইম ফেন্সিং করা যায়। অর্থাৎ গাড়ির প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়া যাবে।
গাড়ির হেল্থ কেমন আছে, কোনো পার্টে কোনো গণ্ডগোল আছে কি না বা কোন পার্ট চেক বা রিপেয়ার করা প্রয়োজন এই ধরনের সমস্ত ডিটেইলস এই ডিভাইসের মাধ্যমে পাওয়া যাবে।
অ্যান্টি থেফ্ট এবং অ্যান্টি টো ফিচারের মাধ্যমে অনুমতি ছাড়া গাড়ি নিয়ে গেলে ইউজার তৎক্ষণাৎ অ্যালার্ট পাবেন।
Jio Motive যদি গাড়ির সঙ্গে কানেক্ট থাকে তবে এটি চলমান ওয়াইফাই হটস্পট ডিভাইসে পরিণত হয়। মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ প্রভৃতি এই ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে ইন্টারনেট উপভোগ করা যাবে।
চালক যদি খারাপভাবে গাড়ি চালায় তবে ইউজারের বাড়ির লোকেদের এই ডিভাইস নোটিফাই করে দেবে। এছাড়া গাড়ির কোনো দুর্ঘটনা হলেও অ্যালার্ট নোটিফিকেশন পাওয়া যাবে।
Jio Motive কিভাবে কাজ করে?
Jio Motive একটি OBD (On-board diagnostics) ডিভাইস যা গাড়ির সঙ্গে ফিজিক্যালি কানেক্ট হয়ে যায়। এই ডিভাইস গাড়ির সঙ্গে কানেক্ট করে ইউজারকে ফোনে Jio Things App ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমে ডিভাইস অ্যাক্সেস এবং কন্ট্রোল করা যাবে। JioMotive এর সমস্ত নোটিফিকেশন, ইনফরমেশন এবং ডিটেইলস পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে ফোনে পাওয়া যাবে। জানিয়ে রাখি এই জিও ডিভাইস ব্যাবহার করার জন্য Jio Sim আবশ্যক।
Jio Motive এর দাম
কোম্পানির পক্ষ থেকে Jio Motive 4,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দামে এই ডিভাইস কিনলে এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়, যা পরবর্তী সময়ে মাত্র 599 টাকা প্রতি বছরের দরে রিনিউ করা যাবে। নতুন JioMotive (2023) জিও স্টোর, Reliance Digital এবং Amazon এর মাধ্যমে কেনা যাবে।