Technology

1 year ago

iPhone 15 Screen Burning: iPhone 15 নিয়ে নতুন অভিযোগ, বিবর্ণ হয়ে যাচ্ছে স্ক্রিন

Screen Burning of  iPhone 15  (Symbolic Picture)
Screen Burning of iPhone 15 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ iphone 15 নিয়ে নতুন আরেক্টি অভিযোগ সামনে এল। সোশ্যাল মিডিয়ায় iPhone 15, বিশেষ করে iPhone 15 Pro মডেল দুটির ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন যে, সেগুলি অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে, কখনও আবার অপ্রত্যাশিত ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এখন iPhone 15 নিয়ে নতুন অভিযোগ করছেন ব্যবহারকারীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় তাঁরা স্মার্টফোনের স্ক্রিন বার্নিং সমস্যার কথা জানিয়েছেন।উল্লেখ্য, টেক জায়ান্ট Apple কয়েক দিন আগেই তার iphone 15 লাইনআপের মোট চারটি ফোন লঞ্চ করে। লঞ্চের কয়েক দিনের মধ্যেই ফোন নিয়ে না না সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। 

অনেকেই হয়তো স্ক্রিন বার্নিং সমস্যার কথা শোনেননি। স্ক্রিন প্যানেলের যে কোনও অংশ বিবর্ণ হয়ে গেলে, তখন তাকে স্ক্রিন বার্নিং বলা হয়। রেডিট এবং অ্যাপল ফোরামে এই অভিযোগগুলি তুলে ধরেছেন iPhone 15 ব্যবহারকারীরা। ফোনের স্ক্রিনে এই সমস্যার কথা প্রথমে একজন ব্যবহারকারী ছবি দিয়ে পোস্ট করলে, পরবর্তীতে সেখানে আরও অনেকেই জানান যে, তাঁদের ফোনেও ঠিক একই সমস্যা দেখা দিয়েছে।

এই ফোন ব্যবহারকারী এক ব্যক্তি সমাজ মাধ্যমে লিখেছেন, “কম ব্রাইটনেসে একটা ধূসর ছবি দেখলে বিষয়টা আরও ভাল করে প্রকট হচ্ছে। আমি এই নিয়ে Apple Store-এ যাওয়ার কথা ভেবেছি, যদি তারা কিছু করতে পারে। প্রথম ছবিটি দেখে অতিরঞ্জিত মনে হতে পারে। তবে তা আর একটি আইফোনের ক্যামেরা থেকেই তোলা হয়েছে। দ্বিতীয় ছবিটিতে বিষয়টি খুব পরিষ্কার হয়েছে, যা খালি চোখেই দৃশ্যমান হয়েছিল।” 

আরো একজন বললেন, “আমার সঙ্গেও এই একই ঘটনা ঘটেছে। Apple সেটা বদলেও দেবে বলে জানিয়েছে। এই নিয়ে আমি মোট পাঁচটি রিপোর্ট দেখলাম, যেখানে একই অভিযোগ করা হয়েছে। মূলত, iPhone 15 Prঅ Max ফোনের ব্যবহারকারীরাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। 

এর আগের কোনও প্রো ম্যাক্স মডেলে এই সমস্যা দেখা যায়নি।”শুধুই রেডিট বা এক্স নয়। অ্যাপল ফোরামেও এই নিয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। এখনও পর্যন্ত এ বিষয়ে অ্যাপলের তরফ থেকে কোনও সমাধানসূত্র বের করে দেওয়া হয়নি।

You might also like!